২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন ”এমরান ফয়সল”

ডায়ালসিলেট ডেস্ক:গত ২৬শে অক্টোবর রোজ শনিবার ঢাকা সেগুনবাগিচা কচিকাঁচা মিলনায়তনে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী।অনুষ্ঠানটি আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠান এবং গুনিজন সম্মানা ইত্যাদির মাধ্যমে পালিত হয়।জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট ব্যুরো সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাহসী কর্মের সম্মাননা হিসেবে পদক প্রদান করা হয়।মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুলে বর্তমান সরকারের ভুমিকা এবং গণমাধ্যমের করণীয় শীর্ষক অনুষ্ঠানে তিনি এ সম্মাননা গ্রহন করেন। অনুষ্ঠানের মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের সভাপতিত্বে ও বীর মু্ক্তিযোদ্ধা মো.জিন্নাতুল ইসলাম জিন্নাহ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এম পি নুরুজ্জামান আহমেদ।অনুষ্ঠানে উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন এড.এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবির সম্মানিত ব্যক্তিবর্গ।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });