ডায়ালসিলেট::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটে অঞ্চলে মৃত্যুহীন একদিনে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫১ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩ জন । আর এ সময়ে সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসের প্রতিদিনের বুলেটিনের মধ্যমে জানা যায়,
নতুন শনাক্ত ৩৩ জনের মধ্যে সিলেট জেলায় ১৪ জন। সুনামগঞ্জে জেলায় ২ জন, মৌলভীবাজার ৫ জন ও হবিগঞ্জ জেলায় ৩ জন।
এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
এদিকে সুস্থ হওয়া ৫১ জনের মধ্যে ৫০ জনই সিলেট জেলায় বাসিন্দা। আর একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সিলেট অঞ্চলে এ নিয়ে করোনাক্রান্ত হয়েছেন মোট ১৩ হাজার ৮৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৭৮২ জন। সুনামগঞ্জে ২ হাজার ৪১৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৪৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮০২ জন।
অন্যদিকে ৪৭ জন করোনা আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১২ হাজার ৪৫৯ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৩৩ জন।
এ/

