দর্শনদেউরিতে কাজের মেয়ের লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

দর্শনদেউরিতে কাজের মেয়ের লাশ উদ্ধার

ডায়ালসিলেট ডেস্ক:সিলেট নগরীর দর্শনদেউরীর এক বাসা থেকে কাজের মেয়ের লাশ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে দর্শনদেউরী শুভেচ্ছা-৮ এর বাসিন্দা কাতার প্রবাসী আপ্তাব উদ্দিনের বাসা থেকে ওই মেয়ের লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহমুদা আক্তার (২২) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লাম্বাবাগ এলাকার আব্দুল মান্নানের কন্যা।
জানা যায়- শুভেচ্ছা-৮ এর ৩ তলার বাসিন্দা আপ্তাব উদ্দিনের বাসায় ২ বছর থেকে কাজের মেয়ে হিসেবে কাজ করছিলেন মাহমুদা আক্তার। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে বাসার কাজ সেরে নিজের রুমে ঘুমাতে যান মাহমুদা। সকালে অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় আপ্তাব উদ্দিনের ছেলে আবু হাসান পুলিশকে খবর দেন। পুলিশের এসে রুমে ঢুকে ঘরের জানালা সাথে গলায় ওড়না দিয়ে বাঁধা অবস্থায় মাহমুদা আক্তারের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, সকালে পুলিশ গিয়ে মেয়েটির লাশ উদ্ধার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- প্রায় দেড় মাস আগে জামালগঞ্জে একটি ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হয়। বিয়ের পরই বিয়ে ভেঙ্গে যায়। এরপর প্রায় ১৫ দিন পূর্বে শুভেচ্ছা-৮ এর আপ্তাব উদ্দিনের বাসায় মাহমুদা আক্তারকে কাজে রেখে যান তারই বোন খাদিজা আক্তার।
ওসি জানান- নিহত মাহমুদার সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ