ডায়ালসিলেট ডেস্ক::  ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর বদলি হিসেবে মাহমুদ উল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়েছিল মুলতান সুলতানস। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় পিএসএলে খেলার সুযোগ হারান বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের দাবি, মাহমুদ উল্লাহর জায়গায় সাকিব আল হাসানকে নিতে চেয়েছিল মুলতান সুলতানস। তবে তাতে আপত্তি জানায় পাকিস্তান সুপার লীগের প্লে-অফে জায়গা পাওয়া অপর তিন দল। লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি ও করাচি কিংসের মতে, সাকিবের নাম প্লেয়ার ড্রাফটে না থাকায় নিয়ম অনুযায়ী টাইগার অলরাউন্ডারকে দলে নেয়ার সুযোগ নেই মুলতানের। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এক বছরের নিষেধাজ্ঞা থাকায় পিএসএলের পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফটে ছিল না সাকিবের নাম। গত ২৯শে অক্টোবর শেষ হয়েছে সাকিবের নিষেধাজ্ঞা।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে ২০১৬ সালে করাচি কিংস এবং ২০১৭ ও ২০১৮ সালে পেশোয়ার জালমির হয়ে পিএসএলে খেলেছেন সাকিব।

সাকিবকে না পাওয়ায় ইংলিশ ওপেনার জো ডেনলিকে দলে ভিড়িয়েছে মুলতান। আরেক ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্সও করোনায় আক্রান্ত।

মুলতান সুলতানস ভিন্সের বদলি হিসেবে নিয়েছে জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরকে।

করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া পিএসএলের প্লে-অফের ম্যাচগুলো হবে আগামী ১৪-১৭ নভেম্বর। গতকাল পিএসএল খেলতে দেশ ছেড়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক খেলবেন লাহোর কালান্দার্সে। আগামী ১৪ই নভেম্বর প্রথম এলিমিনেটরে পেশোয়ার জালমির মুখোমুখি হবে তামিমের লাহোর। একই দিন কোয়ালিফায়ারে মুলতান সুলতানসের প্রতিপক্ষ করাচি কিংস। ১৫ই নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর এবং ফাইনাল ১৭ই নভেম্বর। চতুর্থবারের মতো পিএসএলে খেলবেন তামিম। এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে তিনি খেলেছিলেন পেশোয়ার জালমির হয়ে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *