ডায়ালসিলেট ডেস্কঃঃ
Thank you for reading this post, don't forget to subscribe!রাঙ্গামাটির জেলা কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর গর্জনিয়া এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)। নিহত ধনঞ্জয় হলেন গর্জনিয়া পাড়ার রনজিত কার্বারির ছেলে এবং সুভাষ হলেন রাজস্থলী উপজেলার ছাখ্যং পাড়ার গ্রামের মৃত কালাচান তঞ্চঙ্গ্যার ছেলে, তিনি পরিবার নিয়ে ওয়াগ্গা ইউনিয়ন এর কাঠালতলি গ্রামে বসবাস করতেন।
কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তাদের গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতরা আঞ্চলিক দল জেএসএস এর সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছেন। প্রতিপক্ষরা এই হামলা করছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালে পাঠিয়েছে।

