ডায়ালসিলেট ডেস্ক:: কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাদককারবারি বলে জানিয়েছে বিজিবি। এসময় দুই বিজিবি সদস্যও আহত হয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের নাফনদীর ১নং স্লুইস গেইট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। শনিবার সকালে এ ব্যাপারে জানায় বিজিবি।
বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনাক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, রাতে একটি হস্তচালিত কাঠের নৌকায় তিন ব্যক্তিকে মিয়ানমারের দিক থেকে বাংলাদেশ সীমান্তে আসতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে।
এসময় নৌকা থেকে বিজিবি সদস্যদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করা হয়। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।
এসময় দুই পাচারকারী নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। আর অপর একজনকে নৌকায় আহতাবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে নৌকা থেকে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয় বলে জানান তিনি

