ডায়ালসিলেট::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটে মধ্যরাতে অভিযান চালিয়ে অগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ দুই ‘শীর্ষ সন্ত্রাসীকে’ আটক করেছে র্যাব। রোববার দিবাগত (১৬ নভেম্বর) রাতে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় চালিয়ে তদের আটক করা হয়।
র্যাব জানায়, ১৬ নভেম্বর রাত সোয়া ১টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকা থেকে অভিযান চালিয়ে মো. তানভির আহম্মেদ (৩৪) ও সাগর সরকার (২৫) নামে দুই ‘শীর্ষ সন্ত্রাসীকে’ আটক করে।
তানভির আহম্মেদ নগরীর করের পাড়া মোহনা ব্লক-বি ৩৭ এর বাসিন্দা মো. আব্দুর রহিমের ছেলে ও সাগর সরকার সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাজারকান্দি গ্রামের সুকেশ সরকারের ছেলে। সে করের পাড়া মোহনা ব্লক-বি ৩৭-এ ভাড়াটে হিসেবে থাকতো।
এদিকে, তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২শ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। পরে মামলা দায়েরপূর্বক তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

