ডায়ালসিলেট ডেস্কঃঃ ২০১৮ সালে রোশান সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কলকতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিয়ের পর থেকে সবকিছু ঠিক থাকলেও বর্তমানে শ্রাবন্তী-রোশানের সংসারে অশান্তির মেঘ নেমেছে। জানা গেছে, রোশানকে ছেড়ে আলাদা থাকছেন শ্রাবন্তী। দুজনের মধ্যে জোরদার মনোমালিন্য শুরু হয়েছে বলে খবরও আছে। শ্রাবন্তী এবং রোশানের মধ্যে অশান্তির খবর ছড়াতেই পেজ থ্রি-র পাতা সরগরম হয়ে ওঠে। বিষয়টি নিয়ে অভিনেত্রী মুখে কুলুপ আঁটলেও, রোশান নিজের সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রতি একটি পোস্ট করেন। যেখানে একটি ছবি শেয়ার করে রোশন লেখেন, তুমি কি আমার জীবন ধ্বংস করতে রাজি? যদিও নিজের ওই পোস্টটি শুধুমাত্র মজা করার জন্যই শেয়ার করেছেন বলে জানান রোশান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে মজা করার জন্য পোস্ট শেয়ার করছেন বলে রোশান দাবি করলেও, বিষয়টিকে ভালো চোখে নেননি শ্রাবন্তী।
Thank you for reading this post, don't forget to subscribe!রোশানের ওই পোস্টের পর তিনিও পাল্টা পোস্ট করেন। যেখানে তিনি বলেন, মনের দিক থেকে শক্তিশালী মহিলারা সাময়িকভাবে ভেঙে পড়লেও, তারা আবার নতুন করে উঠে দাঁড়ান। ভাঙা টুকরোগুলিকে একত্র করে ফের নতুন করে গড়ে তোলেন। রোশান এবং শ্রাবন্তীর পরপর ওই পোস্ট দুটি প্রকাশ্যে আসার পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়। সম্পর্কে ভাঙনের জন্য একে অপরকে দায়ী করে দুজনের মধ্যে ভার্চুয়ালে যুদ্ধ শুরু হয়েছে বলে মনে করছে বিভিন্ন মহল। এর আগে প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষ্ণ ব্রজর সঙ্গে আইনি বিয়ে সারেন শ্রাবন্তী। কৃষ্ণ ব্রজর সঙ্গে আইনি বিচ্ছেদের পর রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শ্রাবন্তী।

