সিলেটে দুইদিন ধরে বিদ্যুৎ না থাকায় সিলেটবাসীর দুর্ভোগ বেড়েছে। বিদ্যুৎ কখন সরবরাহ করা হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের কুমারগাওয়ে অবস্থিত জাতীয় গ্রিড লাইনের দুটি ট্রান্সমিটারে আগুন লেগে যায়। সংযোগ পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেটের কুমারগাঁওয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে দুটি গ্রিড পুড়ে যায়। বর্তমানে সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা জানান, দুইদিন ধরে বিদ্যুৎ না থাকায় অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন সিলেটবাসী। বিদ্যুতের অভাবে দেখা দিয়েছে পানির সংকট,মানুষ পানির জন্য জনসাধারণ ছুটছেন দূর-দূরান্তে নলকূপের খোঁজে। ফ্রিজে থাকা জিনিসপত্র নষ্ট হচ্ছে, মোবাইল চার্জ দেয়া অসম্ভব হয়ে উঠেছে। মোমবাতি, হারিকেন আর কুপিবাতির আলোই এখন ভরসা হয়ে উঠেছে অধিকাংশ পরিবারের। বিদ্যুৎ নির্ভরশীল ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাহত হচ্ছে। অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে দোকানপাট ও বিপণিবিতান।

এদিকে সন্ধ্যা নামার সাথে সাথে পাড়া-মহল্লায় দোকানপাট বন্ধ করে দেয়া হচ্ছে। কয়েকজন ব্যবসায়ী জানান, বিদ্যুৎ না থাকায় ক্রেতাদের উপস্থিতি কমে গেছে। বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য ক্ষতি হচ্ছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করছেন।

দুইদিন ধরে বিদ্যুৎ না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফ্রিজে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। কবে বিদ্যুৎ মিলবে তাও নিশ্চিত নয়। ক্ষতিগ্রস্ত স্থানে মেরামতের কাজ চলছে।

তবে বিদ্যুৎ সংযোগ কখন পাওয়া যাবে তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তবে রাতের মধ্যে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *