আন্তর্জাতিক ডেস্ক;:

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের ভয়াবহতা এখনো অব্যাহত রয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১ লাখ ৭৩ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় দুই হাজার মানুষ।

ওয়ার্ল্ডো মিটারের তথ্য তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৩ হাজার ৬৩২ জন আক্রান্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ১ হাজার ৯৫৬ জন।

যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত ১ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৫৬ হাজার ২৫৪ জন।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শনাক্তে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের ওপরে ছিল। পরে তা দুই লাখের কাছে এসে ঠেকে।

গত ১৩ নভেম্বর গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ লাখ ৮৩ হাজার ৫২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা যান ১ হাজার ৩৯৫ জন।

এমন পরিস্থিতিতে দেশটির নিউইয়র্ক অঙ্গরাজ্যে আবারও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ বিধিনিষেধ চালু থাকবে বলে বিবিসি জানিয়েছে।

করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৫ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ১৩ লাখ ৫৪ হাজার ৬১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ কোটি ৩৯ লাখ ৫০ হাজার।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *