ডায়ালসিলেট::সিলেটে ৫১ ঘন্টায় বিদ্যুৎ পায়নি নগরের ২০ ভাগ মানুষ। খাবারসহ নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য পানির জন্য হাহাকার চলছে এসব এলাকায়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তারা পানির জন্য ছুটাছুটি করছিলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার বেলা ১১ টায় সিলেটের কুমারগাঁও বিদ্যুতের ১৩২ কেবি সরবরাহ লাইনে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে সিলেট বিভাগে প্রায় সব এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়ে। পরে ৩১ ঘণ্টা পর নগরীর ৮০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
এদিকে- এখনো বিদ্যুৎ আসেনি বৃহত্তর শেখঘাট, তালতলা, সুরমা মার্কেট এলাকা, কাজিরবাজার, জল্লারপাড়, কুয়ারপাড়, মেজরটিলা, দেবপাড়া, দক্ষিন সুরমা সহ কয়েকটি এলাকায়। এসব এলাকায় পানির জন্য হাহাকার চলছে।
সিলেটের বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানিয়েছেন- এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি জানান- বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সিলেটের শতভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

