নিজস্ব প্রতিবেদক ::  সিলেটবিভাগে গত ২৪ঘন্টায় করোনায়  আক্রান্তে সনাক্ত হয়েছেন ২৯ জন ও মৃত্যুবরণ করেছেন ১জন এবং  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। আজ মঙ্গনবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৬জন এবং সিলেটে মারা গেছেন ১জন।

এ নিয়ে সিলেটবিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৪হাজার ৬১৬জন। এর মধ্যে সিলেট জেলায় ৮হাজার ৪৩৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৬৪, হবিগঞ্জে ১ হাজার ৮৯২ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮২৭জন।

করোনায় মোট মৃতের সংখ্যা ২৪৪জন। এর মধ্যে সিলেটে ১৮১জন, সুনামগঞ্জে ২৫জন, হবিগঞ্জে ১৬জন এবং মৌলভীবাজারে ২২জন মৃত্যুবরণ করেন।

সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন৪১ জন। এর মধ্যে সিলেটে ৩৯, সুনামগঞ্জে ০ জন , হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ০ জন।

এ পর্যন্ত করোনায়  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৪০২ জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ৭১৯ সুনামগঞ্জ ২হাজার ৪০৯জন, হবিগঞ্জ ১হাজার৫৬১ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৭১৩ জন।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *