ডায়ালসিলেট::

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ডিজিটাল নিরাপত্তা আইনে শফিকুল ইসলাম (২২) নামে এক যুবক কে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে মাগুরা জেলার মোহাম্মদ থানা এলাকায় এয়ারপোর্ট থানার এসআই খোকন দাসসের নেতৃত্বে মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে মাগুরা জেলার মোহাম্মদ থানার রামদেবপুর গ্রামের আকবর মোল্লার ছেলে।

পুলিশ জানায়, শফিকুল নিজের পরিচয় ও ছবি গোপন করে বিভিন্ন ভুয়া ফেইসবুক আইডি দিয়ে চ্যাট করে ভিকটিমের অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও সংগ্রহ করে। পরে মোবাইল এ্যাপস ব্যবহার করে বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে ৫০ হাজার টাকা টাকা দাবি করে। টাকা না দিলে অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।

এঘটনায় ভিকটিম সিলেট এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী সনাক্ত হলে ভিকটিম তার বিরুদ্ধে মামলা দায়ের করেন (নং-৫৯/২৩.১১.২০২০)। সোমবার রাতে এয়ারপোর্ট থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার হেফাজতে থাকা ১টি OPPO A12 ও ১টি itel মোবাইল সেট উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট থানার ওসি শাহাদাৎ হোসেন সত্যতা নিশ্চিত করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *