বিয়ের পিঁড়িতে জুন মালিয়া

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯

বিয়ের পিঁড়িতে জুন মালিয়া

বিনোদন ডেস্ক:ফের বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া। দীর্ঘদিনের বন্ধু তথা ব্যবসায়ী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি সাতপাকে বাঁধা পড়তে পারেন বলে জানা গেছে।

সূত্রের খবর, আগামী ১ ডিসেম্বরে হতে পারে তাদের বিয়ের অনুষ্ঠান!

প্রায় ২৩ বছর ধরে বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন জুন মালিয়া। ‘লাঠি’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘নীল নির্জনে’, ‘পদক্ষেপ’, ‘২২ শ্রাবণ’, ‘দ্যা বং কানেকশন’সহ বহু ছবিতে অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

তবে শুধু সিনেমাতেই নয়, টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তাকে দেখা গেছে বহু টিভি সিরিজ এবং রিয়েলিটি শোতেও। তবে শুধু অভিনয় দক্ষতাই নয়, বারবার তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা।

0Shares