ডায়ালসিলেট ডেস্ক::হবিগঞ্জের চুনারুঘাটে একটি খাল থেকে সোহাগ মিয়া (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলশের ধারণা তাকে খুন করে খালে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার শানখলা ইউনিয়নের লালচাঁদ গ্রামের একটি খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
সোহাগ মিয়া ওই গ্রামের হিরণ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকালে স্থানীয় লোকজন সোহাগ মিয়ার মরদেহ খালে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য হবিগঞ্জ প্রেরণ করেন।
চুনারুঘাট থানার ইন্সেপেক্টর (ওসি তদন্ত) চম্পক দাম বলেন, ‘লাশের ধরণ দেখে মনে হচ্ছে এটি হত্যাকান্ড। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের রাজু মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। বর্তমানে থানায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

