ডয়ালসিলেট ডেস্কঃঃ রাজধানীর অভিজাত আবাসিক এলাকা উত্তরার বহুতল বাণিজ্যিক ভবন ‘জমজম টাওয়ার’র নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার দুপুর ১২টার পর থেকে এ অভিযান শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বহুতল এ বাণিজ্যিক ভবনটির মালিক মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনির’ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম।

গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে মনিরের বাসায় গত ২০ নভেম্বর রাতে অভিযানে যায় র‌্যাব। রাতভর অভিযান চালানোর পর বিপুল অর্থ, অস্ত্র ও মদসহ তাকে গ্রেফতার করে।

সরেজমিনে দেখা গেছে, জমজম টাওয়ারের দক্ষিণ অংশে উত্তরা-সোনারগাঁ জনপথের একাংশ দখল করে তৈরি করা ভবনের অতিরিক্ত অংশ ও সৌন্দর্যমণ্ডিত বিভিন্ন নকশা ও স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।

এ রিপোর্ট লেখার সময় দুপুর ২টার পরও রাজউকের নকশার বাইরে তৈরি এসব স্থাপনা ভাঙার কাজ চলছিল।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।

তিনি যুগান্তরকে জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দুপুর ১২টার পর থেকে জমজম টাওয়ারে রাজউকের ম্যাপ যাচাই-বাছাই করে অবৈধ অংশ ভাঙা শুরু হয়। নকশাবহির্ভূত অংশটুকু ভাঙার পর অভিযান সমাপ্ত হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *