বিনোদন ডেস্কঃঃ মধুচন্দ্রিমার জন্য কাশ্মীরে পাড়ি জমালেন অভিনয় ছেড়ে দেয়া বলিউড অভিনেত্রী সানা খান। স্বামী মুফতি আনাসের সঙ্গে সময় কাটানোর কিছু ছবি ও ভিডিও শেয়ার করে নিজেই অবস্থানের জানান দেন তিনি। সেই ছবিতে দেখা গেছে, বিলাসবহুল হোটেলের ব্যালকানি থেকে তিনি কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করছেন। ইতোমধ্যে, সানা খানের শেয়ার করা ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম ভাইরাল হয়েছে। ইসলামের পথে থাকার কথা বলে সিনেমাকে একরকম বিদায়ই জানিয়েছেন সানা। তবে বিয়ের খবর ঘোষণা করার পর থেকে বিয়ের প্রস্তুতি, বিয়ের অনুষ্ঠান, বিয়ের পর স্বামীর সঙ্গে ঘুরতে বেরনো ইত্যাদি ভিডিও শেয়ারের মধ্যে দিয়ে অবশ্য খবরে রয়েছেন তিনি। নিজের বিয়ের ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সানা খান লিখেছিলেন সম্প্রতি, আল্লাহ’র জন্যই আমরা পরস্পরের প্রেমে আবদ্ধ হয়েছি, আল্লাহ’র জন্যই আমরা বিয়ে করে নিয়েছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *