ডায়ালসিলেট ডেস্কঃঃজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স শেষবর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
Thank you for reading this post, don't forget to subscribe!জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স শেষবর্ষের চূড়ান্ত পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিয়েছেন কিন্তু করোনা মহামারির কারণে এখনও সব পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি, সেসব পরীক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএসে অংশ নিতে পারবেন। তবে, যেসব শিক্ষার্থীরা অনার্স শেষবর্ষের পরীক্ষায় অংশ নিলেও প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন এখনও উত্তীর্ণ হননি। তারা এ সুযোগের বাইরে থাকবেন।
এ ছাড়া প্রফেশনাল কোর্স (বিবিএ, সিইসি, বিএড অনার্স এবং ইসিই) এ যে সব শিক্ষার্থী ১ম সেমিস্টার থেকে ৭ম সেমিস্টারের সব কোর্সে উত্তীর্ণ হয়ে ৮ম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন কেবল তারাই ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।

