নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ হাজার ছুই ছু্ই। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও ৫০ জন আক্রান্ত হয়েছেন। এসময় সুস্থ হয়েছেন ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী।

নতুন শনাক্তদের মধ্যে ৩১ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ ৫, হবিগঞ্জ ৭ ও মৌলভীবাজার জেলার ৭ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বুধবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৮৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮ হাজার ৬৪০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৮০ জন, হবিগঞ্জে ১ হাজার ৯১৮ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৪৫ জন রয়েছেন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৪৮ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৮৫ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ১৩ হাজার ৬৮৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৯৬৬ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪২০ জন, হবিগঞ্জের ১ হাজার ৫৭৯ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৭২১ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ৪৫ জন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান ডায়ালসিলেটকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫০ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ২৭ জন।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *