বিনোদন ডেস্কঃঃ অবশেষে খুলছে ঢাকার শ্যামলী সিনেমা হল। প্রায় ৮ মাস ২২ দিন বন্ধ থাকার পর খুলছে হলটি। ‘বিশ্বসুন্দরী’ সিনেমা প্রদর্শনের মাধ্যমে খুলবে শ্যামলী হলটি। এমনটাই জানা গেছে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার হল লিস্ট থেকে।

জানা গেছে, শুক্রবার (১১ ডিসেম্বর) সারাদেশের ২৫টি প্রেক্ষাগৃহে চলবে ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা এটি। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন রুম্মান রশীদ খান। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সে ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

হল খোলার ব্যাপারে জানতে চাইলে শ্যামলী হলের ম্যানেজার আহসান উল্লাহ বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে সময় নিউজকে বলেন, ‘এই সপ্তাহে হল খুলবে বলে মনে হয় না। হয়ত পরে খুলবে আর কি।’

‘বিশ্বসুন্দরী’ সিনেমার হল লিস্টে শ্যামলী হলের নাম লেখা আছে। তাহলে কি সিনেমাটি আপনারা চালাবেন না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তাদের সঙ্গে মালিকের আলাপ হয়েছে। কি আলাপ হয়েছে জানি না। হয়ত পরিস্থিত একটু স্বাভাবিক হলে সিনেমাটি শ্যামলী হলে চালাবে। আপাতত হল খুলছে না। তবে বিশ্বসুন্দরী চালাবে, পাবলিসিটি আনা হয়েছে। সময় আরও তো একদিন আছে দেখা যাক। বিষয়টি পুরোটাই কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে।’

শ্যামলী ছাড়াও ঢাকার তিনস্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, চিত্রামহল, আনন্দ, বিজিবি অডিটরিয়াম, সৈনিক ক্লাব, চট্টগ্রামের সিলভার স্ক্রিণ, সুগন্ধা, বগুড়ার মম ইন, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চন্দমহল, কক্সবাজারের স্কাই মুভিজ থিয়েটার, জয়দেবপুরের বর্ষা, সাভারের সেনা অডিটরিয়াম, শ্রীপুরের চন্দ্রিমা, যশোরের মনিহার, রংপুরের শাপলা, পাবনার রূপকথা, খুলনার লির্বাটি, সঙ্গীতা, সিলেটের নন্দিতা এবং বরিশালে অভিরুচি সিনেমা হলে চলবে ‘বিশ্বসুন্দরী’।

সিনেমাটি নিয়ে আশাবাদী চয়নিকা চৌধুরী। এ সিনেমা দিয়ে কী দর্শক হলে আসবে? জানতে চাইলে সময় নিউজকে তিনি বলেন, ‘সিনেমা হলকে বাঁচিয়ে রাখতে হবে, সিনেমাকে বাঁচিয়ে রাখতে হবে। সবকিছু চারদিকে হচ্ছে। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, হলুদ-বিয়ে, কক্সবাজারে ভিড় সবই হচ্ছে। যখন মানুষ সিনেমা হলে যাবে আশা করি সচেতন হয়েই যাবে। যারা সিনেমাকে ভালোবাসে তারা হলে যেতে পারেন।’

‘বিশ্বসুন্দরী’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন সিয়াম ও পরীমনি। এ জুটির প্রথম সিনেমা এটি। সিয়াম-পরী ছাড়া এতে আরও অভিনয় করেছেন চম্পা, আলমগীর, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, খালেদ হোসাইন সুজন প্রমুখ। এদিকে, সিনেমাটি মুক্তি উপলক্ষে প্রচারে ব্যস্ত সময় পার করছে টিম। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে সিনেমার দুটি গান ও ট্রেলার। তার মধ্যে ‘তুই কি আমার হবি রে’ গানটি বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *