ডায়ালসিলেট ডেস্কঃঃ এক শ্রমিককে ছুরিকাঘাতের অভিযোগে নগরের আম্বরখানায় সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এসময় তারা সেখানে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভও করেন। এ কারণে ব্যস্ততম এ সড়কে তীব্র যানজট দেখা দেয়।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকেসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। প্রায় দেড় ঘন্টা অবস্থানের পর পুলিশের আশ্বাসের তারা অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে আম্বরখানার গোল্ডেন টাওয়ারের এক ব্যক্তি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (চৌহাট্টা-৩) শাখার রাজু নামের এক শ্রমিকের উপর হামলা করে তাকে ছুরিকাঘাত করেন।

খবর পেয়ে বুধবার সন্ধ্যায় আম্বরখানা পয়েন্টে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। অবরোধকালে শ্রমিকরা হামলাকারীর বিরুদ্ধে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এসময় টিলাগড়, বিমানবন্দর ও সুনামগঞ্জ সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় দেড় ঘন্টা সময় সড়ক অবরোধ রাখার পর বিমানবন্দর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘পুলিশ অবরোধ তুলে দিয়েছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে বৈঠক চলছে। তবে এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *