স্পোটর্স ডেস্ক::

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে কাতারের বিপক্ষে হারের পর র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেছে আছে বাংলাদেশ। দুই ধাপ অবনমনের পর জামালÑসুফিলদের অবস্থান এখন ১৮৬তম স্থানে। বাংলাদেশকে হারিয়ে এক ধাপ উন্নতি হয়েছে এশিয়ান চ্যাম্পিয়নদের। বর্তমানে তাদের অবস্থান ৫৮তম স্থানে।
২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের খেলায় গত ৪ ডিসেম্বর কাতারের মাঠে ৫-০ গোলে হারে বাংলাদেশ। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই চূড়ায় আছে বেলজিয়াম। প্রথম সাত স্থানেই নেই কোনো পরিবর্তন; যথাক্রমে আছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন ও আর্জেন্টিনা।
করোনাভাইরাসের লম্বা বিরতির পর গত নভেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের সিরিজ দিয়ে মাঠে ফিরেছিল দল।

প্রথম ম্যাচে ২-০ গোলে জয়ের পর দ্বিতীয়টিতে গোলশূন্য ড্র করে স্বাগতিকরা।
নেপালের বিপক্ষে একটি করে জয় ও ড্রয়ে তিন ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *