সিলেটে ৫ ব্রিকস ফিল্ডকে আট লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০

সিলেটে ৫ ব্রিকস ফিল্ডকে আট লক্ষ টাকা জরিমানা

ডায়ালসিলেট::

র‌্যাব ৯ ও জাতীয় পরিবেশ অধিদপ্তর সিলেটের যৌথ অভিযানে সিলেটের ৫টি ব্রিকস ফিল্ডকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি ব্রিকস ফিল্ডকে মোট আট লক্ষ টাকা জরিমানা করে জাতীয় পরিবেশ অধিদপ্তর সিলেটের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ এর উপ অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, জাতীয় পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইন।

শুক্রবার র‌্যাব ৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মিডিয়া অফিসার ওবাইন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ