ডায়ালসিলেট ডেস্কঃঃ সিলেট বিভাগে আবারও উদ্ধার করা হলো গৃহবধূর লাশ। হবিগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার তেঘরিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহত আসমা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের বাসিন্দা। তার দুটি সন্তান রয়েছে। তার মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বামী পলাতক। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিক জুয়েল মিয়া ও তার স্ত্রী আসমা বেগমের মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। শনিবার সকালে স্থানীয়রা ঘরে আসমার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে সদর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) খুরশেদ আলম জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা কি-না, এখনো তা স্পষ্ট নয়। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

