ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জানুয়ারিতেই দেশে করোনার টিকা পাওয়া যাবে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতেই ভ্যাকসিনের প্রথম চালান পাবে বাংলাদেশ। এরপর প্রতি মাসে ৫০ লাখ করে ৬ মাসে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেশে আসবে।’
স্বাস্থ্য অধিদপ্তরে ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে ভ্যাকসিন সংক্রান্ত চুক্তি সই হওয়ার পর রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘অক্সফোর্ড ছাড়াও রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রেও ভ্যাকসিনের বিষয়ে যোগাযোগ হচ্ছে। অক্সফোর্ডের করোনা টিকা ৩ কোটির বেশি দিতে না পারলে অন্য দেশ থেকে ভ্যাকসিন আনা হবে।’
জানা গেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিনটি ভারতে উৎপাদন করবে সিরাম ইন্সটিটিউট। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এই ভ্যাকসিনটি বাংলাদেশে নিয়ে আসছে। গত ৫ নভেম্বর এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছিল।

