ডায়ালসিলেট ডেস্কঃঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ধারণ করে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার প্রস্তুতি নেওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

Thank you for reading this post, don't forget to subscribe!

৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে আজ রবিবার (২০ ডিসেম্বর) ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’ আয়োজিত ‘বাংলাদেশ অ্যাট ফিফটি: এ জার্নি টুওয়ার্ডস প্রসপারিটি’ শীর্ষক আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান স্পিকার।

সংগঠনের সভাপতি বুলবুল হাসানের সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সদস্য সাদেকা হালিম, শামীম আজাদ, আসিফ মুনীর, প্রশান্ত ভূষণ বড়ুয়া, এনাম হক, আনোয়ার খান ও মোহাম্মদ বজলুর রহমান।

স্পিকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ধারণ করে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার প্রস্তুতি নিতে হবে তরুণদের। তরুণ প্রজন্মই উন্মোচন করবে সম্ভাবনার নবদিগন্ত। মহান বিজয় দিবসে তরুণ প্রজন্মকে দেশের কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হওয়ার শপথ নিতে হবে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। করোনা মহামারির মাঝেও অর্জিত হয়েছে ৫ দশমিক ২ ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি, যা পূর্ববর্তী সময়ের চেয়ে কম হলেও পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আশাতীত।’

ড. শিরীন শারমিন বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সুবিধা তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে নারী উদ্যোক্তা তৈরি, নারী প্রশিক্ষণ প্রভৃতিতে বেশ মনোযোগী বর্তমান সরকার। নারীরা যাতে ডিজিটাল ডিভাইডের বাইরে থাকে সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদেন করে ড. শিরীন শারমিন বলেন, দীর্ঘ ২৪ বছরের আন্দোলন সংগ্রাম, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকার আজকের বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মিত হয়েছে। পূর্ণাঙ্গরূপে পদ্মা সেতু খুলে যাওয়ার পর বদলে যাবে দক্ষিণবঙ্গের অর্থনৈতিক দৃশ্যপট।’

আবেগজড়িত কণ্ঠে স্পিকার বলেন, ‘এ দেশ আমাদের সকলের, তাই ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে গড়ে তুলতে হবে। ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত সমতাভিত্তিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে যুক্ত হতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেই আমরা পৌঁছে যাব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নের ঠিকানা সোনার বাংলায়।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *