স্পোর্টস ডেস্কঃঃ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে কাতার থেকে দেশে ফিরেছিলেন না জামাল ভূঁইয়া। দোহায় কিছুদিন ছুটি কাটিয়ে সেখান থেকেই কলকাতা মোহামেডানে যোগ দেয়ার কথা ছিল বাংলাদেশ অধিনায়কের। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে কোভিড-১৯ থেকে মুক্তি মিলেছে জামালের। শনিবার জামালের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
Thank you for reading this post, don't forget to subscribe!গত নভেম্বরে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব কলকাতা মোহামেডানে নাম লেখান জামাল ভূঁইয়া। ওপার বাংলার সাদা-কালোরা ইতোমধ্যে খেলে ফেলেছে আইএফএ শিল্ড। বাংলাদেশ অধিনায়কের সঙ্গে কলকাতা মোহামেডানের চুক্তি আই লীগ পর্যন্ত। ভারতের পেশাদার ফুটবলের আসরটি শুরু আগামী ৯ই জানুয়ারি।
উদ্বোধনী ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ প্রথমবারের মতো আই লীগে সুযোগ পাওয়া সুদেবা দিল্লি এফসি।

