স্পোর্টস ডেস্কঃঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে লিড নেয়ার পরও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ৩৬ রানের লজ্জার রেকর্ড গড়ে ভারত।
Thank you for reading this post, don't forget to subscribe!৮৮ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলা একটি দলের এমন অধপতনে হতবাক ক্রিকেট বিশ্ব। অ্যাডিলেডে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ হওয়ার পথে ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার। এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে- ঋদ্ধিমান সাহার বয়স ৩৮ ছুঁইছুঁই। এই উইকেটকিপার হয়তো ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। তার পরিবর্তে জাতীয় দলে ফেরানো হতে পারে রিশব পন্থকে। এ সফরের শেষ তিন টেস্টে ভালো করলে পন্থকে ইংল্যান্ডের বিপক্ষেও খেলানো হতে পারে।
প্রথম টেস্টে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় ওপেনার পৃথ্বী শ এবং ঋদ্ধিমান সাহার খেলা অনিশ্চিত। বক্সিং ডে টেস্টে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেনিংয়ে খেলার সম্ভাবনা রয়েছে শুভমান গিলের। তৃতীয় টেস্টে ফেরার কথা রয়েছে ভারত সেরা ওপেনার রোহিত শর্মার।
ইনজুরির কারণে মেলবোর্নে খেলা হচ্ছে না ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সামির। অন্যদিকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজের দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরবেন অধিনায়ক কোহলি। সামি-কোহলির পরিবর্তে বক্সিং ডে টেস্টে খেলতে পারেন মোহাম্মদ সিরাজ ও লোকেশ রাহুল।

