ডায়ালসিলেট ডেস্কঃঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের প্রধান সড়কের উপর অবৈধভাবে গাড়ি মেরামত ও গাড়ি পার্কিং করায় ৮ চালককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এ দণ্ড প্রদান করেন।
জানা যায়, জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে জগন্নাথপুরের এসিল্যান্ড ইয়াসির আরাফাতের নেতৃত্বে পৌরশহরের সদরে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে শহরের প্রধান সড়ক পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক সড়কের জগন্নাথপুর পৌর পয়েন্ট ও মুক্তিযোদ্ধা মোড়সহ বিভিন্ন এলাকায় সড়ক দখল করে গাড়ি পার্কিং, গাড়ি মেরামত, দিনের বেলায় মালামাল লোড-আনলোড করায় সড়ক আইনের বিভিন্ন ধারায় ৮টি মামলা দায়ের করে ২৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে নিউ লাইফ হেলথ কেয়ার নামের একটি ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সড়কে পড়ে থাকা একটি পরিত্যক্ত টেম্পু জব্দ করা হয় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জনসমক্ষে ধ্বংস করা হয়। জগন্নাথপুরের এসিল্যান্ড ইয়াসির আরাফাত বলেন, ‘জনদুর্ভোগ লাঘবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’