ডায়ালসিলেট ডেস্ক: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় ইয়াবাসহ দুইজনকে আটক করে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর থেকে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মটর সাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
আটককৃতরা বাহ্মণবাড়িয়ার কালিসীমার মোকলেচ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০), একই গ্রামের তারা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩২)।
আটককৃতদের হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত কররেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান

