সাংবাদিক সাকির উপর হামলার ঘটনায় আটক ২

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

সাংবাদিক সাকির উপর হামলার ঘটনায় আটক ২

ডায়ালসিলেট::

বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর সিলেট প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক সাদিকুর রহমান সাকির উপর আবারও হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় জুয়াড়ি ও সন্ত্রাসী কামাল উদ্দিনের নেতৃত্বে রোববার (২৭ ডিসেম্বর) বেলা ২টার দিকে নগরীর গোয়াইপাড়াস্থ সাকির বাসায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রধান অভিযুক্ত কামাল ও টেংকু নামে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় সাকি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর গোয়াইটুলা থেকে প্রধান অভিযুক্ত কামালকে এবং এরপরে পিংকু নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এসএমপির এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়িপুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।
তিনি জানান, এ ঘটনায় আটক দুজন বর্তমানে এয়ারপোর্ট থানাপুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ