জৈন্তাপুরে ৭টি ভারতীয় মহিষ আটক, নিলামে বিক্রি

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

জৈন্তাপুরে ৭টি ভারতীয় মহিষ আটক, নিলামে বিক্রি

ডায়ালসিলেট :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৭টি ভারতীয় মহিষ আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এগুলো আটক করা হয়।

জানা গেছে, চোরাচালান রোধকল্পে ও সচেতন মহলের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শনিবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চোরাকারবারি দলের অন্যতম সদস্য হরিপুরের ব্যবসায়ী আব্দুর রশিদের ৭টি ভারতীয় মহিষ জৈন্তাপুর রাজবাড়ি ফুটবল মাঠ থেকে আটক করা হয়। জৈন্তাপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন জৈন্তাপুর মডেল থানার এসআই মাহবুব, এএসআই আবু সুফিয়ান ও সঙ্গীয় ফোর্স। পরে আটককৃত ৭টি মহিষ ১৯ বিজিবি জৈন্তাপুর ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি আজ রবিবার (৩ জানুয়ারি) দুপুরে নিলামের মাধ্যমে ৪ লাখ ২৭ হাজার টাকায় আটককৃত মহিষগুলো বিক্রি করেছে।

জৈন্তাপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ অভিযানের কথা নিশ্চিত করে বলেন, ‘আমি কিছুদিন ট্রেনিংয়ে থাকার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। সীমান্তজুড়ে মটরশুটি পাচার ও চোরাচালান বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

সচতেন মহলের প্রতি তার আহ্বান, ‘উপজেলা প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। রাত-দিন যেকোনো সময় অভিযান পরিচালনা করতে আমাদের টিম প্রস্তুত রয়েছে।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট বাহিনী সঠিক ভূমিকা পালন করলে মোবাইল কোর্ট পরিচালনার প্রয়োজন হতো না।’

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ