ডায়ালসিলেট::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটে ক্রমশই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে সুস্থততার হারও। ইতোমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৫ হাজারে ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন সাড়ে ১৪ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ জন। এসময় সুস্থ আরও ১ জনের মৃত্যু হয়েছে।
নতুন শনাক্তদের মধ্যে ১৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া মৌলভীবাজার জেলার ৬ জন, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার ২ জন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৭২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯ হাজার ২০১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫১৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৬৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৮৯ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ২৬৬ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২০২ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ১৪ হাজার ৬২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৮০৫ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪৭৫ জন, হবিগঞ্জের ১ হাজার ৬০২ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৭৪১ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ৩৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৩ জন, সুনামগঞ্জ ৩ জন, হবিগঞ্জ ও মৌলভঅবাজারের হাসপাতালে ১ জন করে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমানবলেন, ‘গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ জন। এসময়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

