২৪ ঘন্টায় মৃত্যু ২২ জনের, নতুন শনাক্ত ৬৯২

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

২৪ ঘন্টায় মৃত্যু ২২ জনের, নতুন শনাক্ত ৬৯২

ডায়ালসিলেট ডেস্ক::

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫৬ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ২১ হাজার ৩৮২ জনের।

শনিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ শত ৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৬৪ জন। মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ৭ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন, বাড়িতে একজন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ