বিনোদন ডেস্ক::কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানের সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। গত কয়েকদিনে এমন গুঞ্জন টলিউড পাড়ার প্রধান আলোচনায় পরিণত হয়েছে। ভালোবেসে নিখিল জৈনর সঙ্গে ঘর বেঁধেছেন নুসরাত। বিয়েকে কেন্দ্র করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। যদিও সব বিতর্ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভালোই সংসার করছিলেন এই দম্পতি। তবে নুসরাতের সংসার ভাঙার গুঞ্জনের সূত্রপাত আরেক অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নায়িকার কিছু ঘনিষ্ঠ ছবিকে কেন্দ্র করে। নতুন বছর উপলক্ষে রাজস্থানে অবসর যাপনের জন্য গিয়েছিলেন তারা। তবে নুসরাত ও যশের পোস্ট করা কোনো ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!কিন্তু দু’জনের লোকেশন ছিল এক। আর তারপরই খবর চাউর হয়, যশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নুসরাত। আর এজন্য ভেঙে যাচ্ছে নিখিল-নুসরাতের সংসার! এদিকে অবসর যাপন শেষে কলকাতায় ফিরেছেন নুসরাত। কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। এ সময় দাম্পত্য জীবন নিয়ে গুঞ্জন বিষয়ে নুসরাত বলেন, চিরকালই মানুষ আমার জীবন নিয়ে জল্পনা করেছে। মানুষ যা লিখছে সেটা তাদের চয়েস। আগে জবাব দিয়েছি কিন্তু আর নয়। নিখিলের সঙ্গে দূরত্বের বিষয়ে নুসরাত বলেন, একান্ত ব্যক্তিগত বিষয় এটা আমার। এ বিষয়ে মন্তব্য করবো না। কাজ নিয়ে কথা বলবো, বাড়ির বিষয়ে নয়।

