বিনোদন ডেস্ক::হঠাৎ করে দেখলে মনে হবে ঐশ্বরিয়া রাই বচ্চন। জুনিয়র বচ্চনের ঘরণীর সঙ্গে অদ্ভুত মিল এই মেয়ের। তবে এর সঙ্গে যে ঐশ্বরিয়ার কোনও যোগ নেই, তা অনেক দিন আগে থেকেই স্পষ্ট। নাম মহলগা জাভেরি ৷ থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে গোটা বিশ্বে ঝড় তুলেছেন মহলগা। ইনস্টাগ্রামে এমন ছবি দেন এই সুন্দরী যে, পুরুষ মহলের ঘাম ছুটে যায়! সম্প্রতি মহলগা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে মেক্সিকো ট্রিপের ছবি আপলোড করেছেন। যেখানে দেখা গিয়েছে, সমুদ্রের ধারে বালিতে শুয়ে আগুন ঝরাচ্ছেন তিনি। বিকিনি শুটেও চমক দেখিয়েছেন মহলগা।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রায় প্রত্যেক ছবিতেই নেটিজেনরা মন ভরিয়ে লাইক ভরিয়ে দিয়েছেন।

