ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনুমানিক ৪৩ বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কালাপুর ইউনিয়নের নারাইনছড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. আসাদুর রহমান মুঠোফোনে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার সংলগ্ন নারাইনছড়া পোস্ট অফিসের পাশে ইট সলিং রাস্তার উপর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, স্থানীয় এলাকাবাসী গত কয়েকদিন ওই নারীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভৈরবগঞ্জ বাজার ও আশেপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন। তবে তারা কেউ তার নাম-ঠিকানা জানাতে পারেননি।
লাশের পরিচয় শনাক্ত করার জন্য শ্রীমঙ্গল থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

