ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!সুনামগঞ্জের ছাতকে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে বড় ভাই’র হাতে খুন হয়েছেন ছোট ভাই।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামে। নিহত পারভেজ মিয়া (৩৮) গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে। পুলিশ ছোটভাই হস্তারক সমুজ মিয়াকে (৬০) আটক করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও তুমুল ঝগড়া চলছিলো। একপর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন দুই ভাই।এসময় বড় ভাই সমুজ মিয়ার (৬০) বল্লমের আঘাতে ছোট ভাই পারভেজ মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা পারভেজ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, পুলিশ সমুজ মিয়া নামের একজনকে আটক করেছে।

