এক মাস পর

Bysohel ahmed

ফেব্রু ২০, ২০২১

বিনোদন  ডেস্ক::দীর্ঘদিন পর্দায় নেই চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। সর্বশেষ জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’ চলচ্চিত্রে অতিথি চরিত্রে দেখা গিয়েছে তাকে। গত বছর একটি লেডি অ্যাকশন ভিত্তিক সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। নাম ‘ইয়েস ম্যাডাম’। এটি নির্মাণ করছেন রকিবুল আলম রাকিব। তারকা বহুল এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আমিন খান, অমিত হাসান, শিপন, কেয়া, রেসি, রেবেকা রউফ প্রমুখ। যেটির ডাবিং চলছে বলে জানালেন রেসি। বললেন,  ‘ইয়েস ম্যাডাম’ পোস্ট প্রোডাকশনের কাজ চলছে ধাপে ধাপে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এখন ডাবিংয়ের কাজ করছি। খুব শিগগিরই যাতে মুক্তি দেয়া যায় সেই পরিকল্পনাও আছে প্রযোজনা প্রতিষ্ঠানের। এদিকে, সম্প্রতি একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চার সিনেমার প্রস্তাব পেয়েছেন রেসি। এক মাস পর সিদ্ধান্ত নিতে পারবেন যে সিনেমাগুলো করবেন কিনা। কারণ কী জানতে চাইলে রেসি বলেন, কয়েকদিন অসুস্থ ছিলাম। থাইরয়েড সমস্যা হয়েছিল। যার কারণে শরীরের ওজনটা একটু বেড়ে গেছে। এখন একটু সময় লাগবে। আমি চাচ্ছিলাম শারীরিকভাবে একদম ফিট হয়ে কাজ করতে। এ ছাড়া নিজেকেও একটু সময় দিচ্ছি। কাজ করলে ভালো ভাবেই করবো। টাকার জন্য কাজ করবো না। আমি চাই ভালো কিছু করতে। সবসময়ই সময় নিয়ে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করেছি। এ ছাড়া দুবাই থেকে আসার পর প্রযোজক ও অভিনেতা ডিপজলও রেসিকে একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দেন। কিন্তু ফিট না থাকায় হাসিমুখে সেই প্রস্তাব ফিরেয়ে দিতে হয় বলে জানান। সিনেমার ব্যস্ততা কমায় এই নায়িকা ব্যবসা শুরু করেন। এখন ব্যবসা ও সংসার নিয়েই সময় কাটাচ্ছেন। উল্লেখ্য, ২০০৪ সালে বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় রেসির। এরপর এফ আই মানিকের ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, মনতাজুর রহমান আকবরের ‘আমার স্বপ্ন আমার অহংকার’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। রেসি অভিনীত ছবির সংখ্যা ৪০টিরও বেশি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *