ডায়ালসিলেট ডেস্ক ::
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি সিলেট। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শাহী ঈদগাহ জেলা শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় অসিত বরণ দাস গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম। আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে দলগত আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষর সিলেট। বিমল করের নির্দেশনায় জয়া রাণী কর জুঁই এর সঞ্চালনে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে পিউ, হিমেল, গুলজার, মনিষা, ঐশিকা, আব্দুল্লাহ, পূর্ণতা, প্রভা ও স্বপ্ন কর। বিভিন্ন কবির কবিতার মধ্যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রশ্ন’, পূর্ণেন্দু পত্রীর আজ্ঞে হেঁ’, আখতার হোসেনের ‘হাপ্পুস হুপ্পুস’ মাহমুদুল হাসান নিজামীর ‘এলো বসন্ত’, শাহাদাত বখত শাহেদের’ বুড়ো বয়সের ছড়া’, দীপঙ্কর চক্রবর্তীর ‘ বেড়াল পালায়’। সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের দলগত পারফরম্যান্স উপস্থাপন করে।

