ডায়ালসিলেট::

নগরের সুবিদবাজারে এক প্রবাসীর বাসা দখলের চেষ্টার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে সাড়াশি অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো বিশ্বনাথের তবলপুর গ্রামের আপ্তাব আলীর ছেলে মাদক কামাল ওরফে গুল্লি কামাল, নগরের ঘাসিটুলা মোকামবাড়ি এলাকার কামাল মিয়ার ছেলে আব্দুল আহাদ, মজুমদার পাড়া এলাকার রওশন আলীর ছেলে কামাল হোসেন, একই এলাকার অলিউর রহমানের ছেলে ইমরান আহমদ মুছা, শামীমাবাদ এলাকার সোহেল আহমদের স্ত্রী লিপি বেগম ও একই এলাকার দিলিপ দাসের ছেলে লক্ষী রানী দাস।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি এস.এম আবু ফরহাদ জাননা, আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি ও জবরদখলের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে সিলেট নগরের সুবিদবাজার এলাকার লাভলী রোডে লন্ডন প্রবাসী সুফিয়া বেগমের মালিকানাধীন নির্ঝর ৪৪ নম্বর বাসাটি জোরপূর্বক দখল করে বাসার লোকজনদের বের করে দেয় আলোচিত গুল্লি কামালসহ কয়েকজন। এসময় বাসার মালিকদের কাছে চাঁদা দাবি করে এবং বাসায় নিজের নামের সাইনবোর্ডও লাগিয়ে দেয়।

পরে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ নিয়ে আসলে তাৎক্ষণিক কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজদের আটক করা হয়।

অভিযানে কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন, লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএম আল আমিন, কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই আতিকুর রহমান, এসআই জগৎজ্যোতিসহ থানার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *