ডায়ালসিলেট ডেস্ক::
হবিগঞ্জের মাধবপুর থেকে ৬ কেজি গাঁজাসহ আটক রুহুল আমীনকে (৩২) কারাগারে পাঠানো হয়েছে।
তিনি মাধবপুর থানার রসুলপুর গ্রামের হাছন আহম্মদের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তেমুনিয়া বিশ্বরোড এলাকা থেকে আটক করে র্যাব ৯ হবিগঞ্জ ক্যাম্পের একটা দল।
এসময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।