বিনোদন ডেস্ক::
কামাথিপুরাকে কখনও অমাবস্যার অন্ধকার ঢেকে দিতে পারে না। কামাথিপুরায় থাকেন গাঙ্গুবাই। এমনই মন্তব্য দিয়ে টিজার শুরু হয় ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির’। এবার মাফিয়া কুইন রুপে আলিয়া, মুক্তি পেল ‘গাঙ্গুবাই’ এর টিজার। সঞ্জয়লীলা বনশালির সিনেমায় দিল্লীর মাফিয়া চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছেন আলিয়া ভাট। টিজার প্রকাশের সাথে সাথে তা ভাইরাল হয়েছে।
আলিয়াকে এই সিনেমায় দেখা গিয়েছে একেবারে অন্যরকম চরিত্রে। সমাজের কোন জায়গা থেকে উঠে এসে রাজ করবেন গাঙ্গু, সেটাই দেখানো হয়েছে সিনেমায়। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ আলিয়ার জীবনের একটি সেরা সিনেমা হতে চলেছে এমনটাই মনে করছেন বলিউডের অনেকেই। টিজারে আলিয়ার লুকের পাশাপাশি দারুণ সংলাপ বলার ধরণও প্রশংসা কুড়িয়েছে। আগামী ৩০ জুলাই মুক্তি পাবে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি।
মুম্বাইয়ের বাসিন্দা গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জীবন কাহিনি নিয়ে এই সিনেমা তৈরি করেছেন পরিচালক। ৬০-এর দশকে মুম্বইয়ে মাফিয়া কুইন বলে পরিচিত ছিলেন তিনি। একসময় মুম্বইয়ের পুলিশ অফিসার থেকে বড় নেতাদের সঙ্গে পর্যন্ত যোগাযোগ ছিল গাঙ্গুবাইয়ের। জানা যায়, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি উচ্চ বংশের মেয়ে ছিলেন।