২০১৬ সালের ভুয়া ইমেল কাণ্ডের জের ধরে বয়ান রেকর্ড করাতে ভারতের মুম্বাই পুলিশ কমিশনারের দফতরে শনিবার পৌঁছেছেন হৃতিক রোশন ।

২০১৬ সালে ভুয়া ইমেল কাণ্ডে মুম্বাই পুলিসের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন হৃত্বিক রোশন। সেই মামলার জেরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বয়ান রেকর্ড করা হবে।

২০১৬ সালে হৃত্বিক অভিযোগ করেন, কেউ বা কারা তার নাম করে কোনও ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখান থেকে কঙ্গনাকে মেইল করতেন। যদিও কঙ্গনা রানাউত পালটা দাবি করেন, ওই ইমেল আইডি হৃতিক নিজেই ২০১৪ সালে তাকে দিয়েছিলেন। ২০১৩-১৪ সালেও হৃতিক ও কঙ্গনার মধ্যে ওই একই আইডি থেকে মেইল আদান প্রদান হয়। সেই আইডির লগইন পাসওয়ার্ড অন্য কেউ পেয়ে কীভাবে কঙ্গনাকে মেইল করতে পারেন সেই প্রশ্ন তোলেন অভিনেত্রী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *