দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন
৮ হাজার ২২৯ জন। নতুন শনাক্ত হয়েছেন ৩৮৭ জন। মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৫৭৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪৬৮টি। এ পর্যন্ত মোট ৩৭ লাখ ৭৭ হাজার ২৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৬৭ শতাংশ এবং এ পর্যন্ত ১৪ দশমিক ২৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ১ জন নারী। দেশে করোনায় এ পর্যন্ত মোট ৬ হাজার ২৩৬ জন পুরুষ এবং ১ হাজার ৯৯৩ জন নারী মৃত্যুবরণ করেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের উপরে রয়েছে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রামে ১ জন, সিলেটে ১ জন এবং ময়মনসিংহে ১ জন। ৮ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।