১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামিনে মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর

জামিনে মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কাশীমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে তিনি মুক্তি পান।

কিশোরের বড় ভাই আহসান কবির বলেন, ‘আমার ভাই আজ সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। কিছুটা স্বস্তি অনুভব করছি।’

গতকাল ৩ মার্চ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন।