১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নরসিংদীর বেলাব উপজেলায় গতকাল সকাল ১০টায় বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- উপজেলার বীর বাগবেড় গ্রামের শাহাদাত মিয়ার ছেলে সামিউল (৫) এবং মনির হোসেনের মেয়ে লিজা আক্তার (৪)।

পরিবার সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে দুই শিশু বাড়ির পাশে খেলছিল। সবার অজান্তে তারা প্রতিবেশী সোহরাব মিয়ার পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে দুজনকেই পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।