ডায়ালসিলেট ডেস্ক:সিলেটের শাহপরান থেকে এজাহারভুক্ত পলাতক এক আসামিকে ৩ লক্ষাধিক টাকাসহ গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে শাহপরানের একটি হোটেল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুক মিয়া (৩৬) সিলেটের কোম্পানিগঞ্জের জালিয়ারপাড় গ্রামের শুকুর আলীর ছেলে।
র্যাব জানায়, আসামিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।