খেলাধুলা ডেস্ক ::
Thank you for reading this post, don't forget to subscribe!পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদিকে বিয়ে করছেন দেশটির বর্তমান দলের পেসার শাহিন শাহ আফ্রিদি, এটা ছিল গতকালের বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত সংবাদ। এবার হবু শ্বশুরের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন শাহিন।
গতকাল রাতে হবু জামাইকে শুভকামনা জানিয়ে এক টুইট বার্তায় আফ্রিদি লেখেন, ‘আমার মেয়ের জন্য শাহীনের পরিবার প্রস্তাব দিয়েছে। উভয় পরিবারেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিয়ের বিষয়টা স্বর্গ থেকে আসে। আল্লাহ চাইলে এই সম্পর্কও পরিণতিতে গড়াবে। শাহীনের জন্য আমার দোয়া থাকল। সে যেন মাঠ ও মাঠের বাইরে সমানভাবে সাফল্যের ধারা অব্যাহত রাখে।’
এরপর আফ্রিদির সেই পোস্ট শেয়ার করেন শাহিন। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আপনার আর্শীবাদের জন্য ধন্যবাদ। আল্লাহ সবার জন্য সব কাজ সহজ করে দিক। আপনি (শহীদ আফ্রিদি) আমাদের গোটা পাকিস্তানের গর্ব।
শহিদ আফ্রিদির বড় মেয়ের সাথে শাহিনের বিয়ের বিষয়টি সর্বপ্রথম সামনে আনেন ইহতিশাম ইল হক নামের এক পাকিস্তানি সাংবাদিক। গত শনিবার টুইট বার্তায় তিনি জানিয়েছেন, ‘উভয় পরিবারের অনুমতি নিয়েই শাহিন আফ্রিদি এবং শহিদ আফ্রিদির কন্যার মধ্যে বাগদান হতে চলেছে। আমি স্পষ্ট করে জানাতে চাই, প্রস্তাব গৃহীত হয়েছে। আগামী দুই বছরের মধ্যে কন্যার পড়াশোনা শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সব সম্পন্ন হবে।’

