বিনোদন ডেস্ক ::
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ভারতীয় এক গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন রণবীর কাপুরের চাচা রণধীর কাপুর।
বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন রণবীর কাপুর। চিকিৎসকের পরামর্শে কোভিড-১৯ পরীক্ষা করা হলে রণবীরের ফল পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজের বাসায় কোয়ারেন্টাইনে আছেন।
রণবীর কাপুরের অসুস্থতার খবর পাওয়ার পরেই ভক্তরা দুশ্চিন্তায় আছেন আলিয়া ভাটকে নিয়ে। পাশাপাশি চিন্তা থাকছে অয়ন মুখোপাধ্যায়কে নিয়েও। কারণ মাত্রই ’ব্রহ্মাস্ত্রে’ কাজ শেষ হয়েছে। আর ছবিতে একইসঙ্গে অভিনয় করেছেন রণবীর ও আলিয়া। সম্প্রতি তারা একসঙ্গে মন্দিরে গিয়েছেন।
‘ব্রহ্মাস্ত্র’ ছাড়াও ‘শমশেরা’ সিনেমায় অভিনয় করছেন রণবীর। পাশাপাশি লাভ রঞ্জনের ‘অ্যানিমাল’ সিনেমাতেও তাকে দেখা যাবে।